সিলেটবুধবার , ১২ ডিসেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জ মুক্ত দিবস আজ

Ruhul Amin
ডিসেম্বর ১২, ২০১৮ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

১২ ডিসেম্বর গোলাপগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালে ১২ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলা সদর পাক হানাদার মুক্ত হয়েছিল। ১৯৭১ সালের ১২ ডিসেম্বর হানাদার মুক্ত গোলাপগঞ্জে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা মরহুম জিএন চৌধুরী হুমায়ুন।

গত এক যুগেরও বেশি সময় থেকে গোলাপগঞ্জে পালিত হয়ে আসছে গোলাপগঞ্জ মুক্ত দিবস।

মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুর রহমান জানিয়েছেন, গোলাপগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ বুধবার মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডে যৌথ উদ্যোগে বেলা ২টায় বিজয় শুভাযাত্রা, ৩টায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও সন্ধ্যা ৭টায় সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সকল অনুুষ্ঠানমালায় গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলসহ বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য বিশিষ্ট জন অংশ গ্রহণ করবেন। এতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।